পোল্ট্রি ও ফিশ ফিডে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
দেশে পাট পণ্য ব্যবহারের পরিধি আরও বাড়াতে এবার পোল্ট্রি ও ফিস ফিডে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে এ দুটি পণ্যসহ মোট ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য নিধাির্রত করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্প্রতি এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩-এর অধিকতর সংশোধন করে পোল্ট্রি ও ফিস ফিড সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে। উল্লেখ্য, পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সবোর্চ্চ এক বছরের কারাদÐ বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দÐের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সবোর্চ্চ দÐের দ্বিগুণ হবে।