রংপুরে ডিএই মহাপরিচালকের মতবিনিময়

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
রংপুর অঞ্চলে চলতি মৌসুমে আমন আবাদ কাযর্ক্রম পরিদশর্ন এবং এ অঞ্চলের সব পযাের্য়র কমর্কতাের্দর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ১০ আগস্ট রংপুর সফর শেষ করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন। পরিদশর্নকালে তিনি বলেন, বতর্মান সরকারের আউশ আবাদে প্রণোদনায় কৃষিতে সুফল বয়ে এনেছে। আমন আবাদেও যার প্রভাব পড়ছে। সারা দেশে প্রায় ২৮ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ বৃদ্ধি পেয়েছে, এর প্রায় ১৫ হাজারই রংপুর অঞ্চলের। উত্তরাঞ্চলে আউশের আবাদ বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। ওই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিআই, তাজহাট, রংপুর ও গাইবান্ধার উপাধ্যক্ষবৃন্দ, হটির্কালচার সেন্টার, বুড়িরহাট, রংপুরের উপ-পরিচালক, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার সব উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কমর্কতার্, অতিরিক্ত উপ-পরিচালক, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক এবং অঞ্চল অফিসের উপ-পরিচালক ও উদ্যান বিশেষজ্ঞ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর কৃষি তথ্য সাভিের্সর আঞ্চলিক বেতার কৃষি কমর্কতার্ কৃষিবিদ মো. আবু সায়েম। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন বলেন, সরকারের বন্যা ঝুঁকি মোকাবেলার উদ্যোগের অংশ হিসেবে গত বছরের মতো এবছরও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ভাসমান বীজতলা ও সরকারি প্রতিষ্ঠানের উঁচু জমিতে আপদকালীন বীজতলা তৈরি করা হয়েছে। উত্তরাঞ্চলে স্বণার্ জাতের ধানের বিকল্প হিসেবে ব্রিধান ৫১ ও ব্রিধান ৫২ আবাদ বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অঞ্চল, জেলা ও উপজেলা পযাের্য়র সব কমর্কতাের্দর কৃষক উদ্বুদ্ধকরণ কাযর্ক্রম গ্রহণের পরামশর্ দেন।