কৃষি তথ্য সার্ভিসের পরিচালকের দায়িত্বে মো. আসাদুলস্নাহ

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
কৃষি তথ্য সার্ভিসে পরিচালকের দায়িত্ব পেলেন মো. আসাদুলস্নাহ। এর আগে তিনি বৃহৎ ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক পদে তাকে পদায়ন করা হয়। সদ্য সাবেক হওয়া কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম পদোন্নাতি পেয়ে ক্রপস উইং শাখায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. আসাদুলস্নাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে পড়াশোনা শেষ করে ৭ম বিসিএস ব্যাচে ১৯৮৭ সালে কর্মজীবন শুরু করেন। শুরুতে তৎকালীন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে বগুড়ায় কর্মজীবন শুরু করেন। এরপর কুমিলস্না, শেরপুর, নেত্রকোনা, সিলেটসহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গুণী কৃষিবিদ। গত দুই বছর ধরে বৃহৎ ময়মনসিংহ অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। এ কর্মকর্তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। নতুন এ দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আসাদুলস্নাহ বলেন, কৃষি তথ্য সার্ভিসের মূল দায়িত্বের কাজ সব সময়ই চ্যালেঞ্জের। তবে আশা রাখছি, মেধা ও পরিশ্রম দিয়ে আমি সফলতার সঙ্গে কাজ করে যাব।