বারির নতুন মহাপরিচালক ড. ওহাব

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারির নতুন মহাপরিচালক হিসেবে ড. মো. আব্দুল ওহাব নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোর্শেদা আক্তার স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। গত ৩০ জানুয়ারি প্রাক্তন মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের স্থলাভিষিক্ত হন ড. মো. আব্দুল ওহাব। এ পদে যোগদানের আগে তিনি একই প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্বরত ছিলেন। বারির পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৭ সালে দেশের গুণী কৃষি বিজ্ঞানী ড. আব্দুল ওহাব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। ড. ওহাব বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রেষণে ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ড. আব্দুল ওহাবের জন্মস্থান রাজবাড়ী জেলায়। সফল বিজ্ঞানী হিসেবে দেশের কৃষকের ব্যবহার উপযোগী খামার যন্ত্রপাতি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি। ড. ওহাব এ পর্যন্ত ১০টি কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছেন। তার গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (ওঋউঈ) ২০১১ সালে ৪ বছরের জন্য তাকে বিশেষজ্ঞ বিজ্ঞানী (কৃষি প্রকৌশল) হিসেবে নিয়োগ দেয়। সেখানে গবেষণার সময় তিনি মাটির নিচে গুটি সার প্রয়োগের দুই ধরনের যন্ত্র উদ্ভাবন করেন।