উৎসবমুখর পরিবেশে কৃষিবিদ দিবস পালিত

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে কৃষিবিদদের ভূমিকা সর্বজন স্বীকৃত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে কৃষিবিদ দিবস-২০২০ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একইদিন বিকেলে রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক দিবসটি উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেআইবিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এমপি। বাকৃবিতে আয়োজিত অনুষ্ঠানে ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমির ক্রমহ্রাসমান পরিস্থিতিতে কৃষির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে এটি অর্জন করা হয়েছে। এ অর্জনের পেছনে কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য। দিবসটি পালন উপলক্ষে সকালে বাকৃবি হ্যালিপেড চত্বর থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শোভাযাত্রায় নবীন-প্রবীণ কৃষিবিদরা অংশ নেয়। উলেস্নখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত 'সোনার বাংলা' গড়ার লক্ষ্যে ১৯৭৩ সালের ১৩ ফেব্রম্নয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে কৃষিবিদদের প্রথম শ্রেণির পদমর্যদা দিয়েছিলেন। এটি দেশের কৃষি, কৃষক ও কৃষিবিজ্ঞানীদের জন্য ছিল এক ঐতিহাসিক মাইলফলক।