মাঠে মাঠে বোরো আবাদের ধুম

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামের মাঠে মাঠে বোরো আবাদের ধুম পড়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া, বনগ্রাম, চান্দপুর, করগাঁও, জালালপুর, লোহাজুড়ি, সহস্রাম ধুলদিয়া, আচমিতা, কটিয়াদী পৌরসভার সব এলাকার মাঠে এখন বোরো আবাদের কর্মযজ্ঞ। নদীর পাড়ে, খালের ধারে, ট্রেনলাইনের পাশে জমিতে বিস্তৃীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। কোথাও গভীর নলকূপ থেকে চলছে জলসেচ। আবার ট্রাক্টর, পাওয়ার টিলার ও গরুর লাঙ্গলে চলছে কোথাও জমি চাষের কাজ। চান্দপুর এলাকার হাওরে বোরোর বীজতলা তৈরির সময় কথা হয় কৃষক আতাউর রহমান সঙ্গে। তিনি জানান, তিন বিঘা জমিতে বোরো আবাদ করবেন। সে জন্য ৪ কাঠা জমিতে বীজতলা তৈরি করেছেন। ইতোমধ্যে ১ বিঘা জমি চাষ সম্পন্ন হয়েছে। দুয়েকদিনের মধ্যেই চারা বুনবেন। মসুয়া গ্রামের কৃষক ফরিদ মিয়া জানান, তাদের মাঠে পুরোদমে জমি তৈরির কাজ চলছে। অনেকে রোপণ শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে মাঠে ধানের সবুজ চারায় ভরে যাবে। জালালপুর ইউনিয়নসহ অন্যান্য এলাকার কৃষকরা বলেন, লাগাতার ধানের দাম না থাকার কারণে আবাদি জমির পরিমাণ কমিয়ে দেয়া হচ্ছে। আবার যতদিন যাচ্ছে ফসল উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক জানান, ১ হেক্টর জমিতে তৈরি করা বীজতলার চারা দিয়ে ২০ হেক্টর জমিতে আবাদ করা যায়।