বীজ কার্যক্রম জোরদারকরণে সেমিনার

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

খোন্দকার মো. মেসবাহুল ইসলাম
টেকসই অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে রংপুর অঞ্চলে বীজ প্রত্যয়ন এজেন্সির ভূমিকা এবং মাঠ পর্যায়ের কার্যক্রম তুলে ধরার উদ্দেশ্যে গত ১৫ ফ্রেব্রম্নয়ারি ২০২০ তারিখে রংপুরে 'বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পে'র অর্থায়নে দিনব্যাপী আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. সহির উদ্দিনের সভাপতিত্বে ওই সেমিনারে বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুরের পরিচালক কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী এবং দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াজেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাট জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। বিভিন্ন মানসম্পন্ন বীজের বর্তমান ব্যবহার শতকরা ১৮-২০ ভাগ থেকে শতকরা ৩০-৩৫ ভাগে উন্নয়নের লক্ষ্যে বীজ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক 'বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প' গ্রহণ করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. শুকদেব কুমার দাস।