এশিয়ার দেশগুলোর জন্য যৌথ কৃষি গবেষণা কেন্দ্র

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
এশিয়ার দেশগুলোর জন্য একটি যৌথ কৃষি গবেষণা কেন্দ্র চালু হয়েছে চীনের ইউনানে। চীন-দক্ষিণ এশিয়ার এক্সপো কতৃর্পক্ষের একটি ওয়েব পোস্ট অনুযায়ী দক্ষিণ-দক্ষিণ-পূবর্ এশিয়ার এই যৌথ গবেষণা প্রতিষ্ঠানটি কৃষি খাতে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে। সম্প্রতি কুনমিংয়ে অনুষ্ঠিত সাউথ এশিয়া কমিউনিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারে (এসএসএসিইআইএফ) ইউনান প্রদেশের ভাইস-গভনর্র ঝাং ঝুলিন এ কথা জানান। ইউনান একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্স এবং জিয়াংসু একাডেমি এগ্রিকালচার সায়েন্স সেন্টারটি প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সময় ভাইস-গভনর্র ঝাং বলেন, ইউনান দক্ষিণ ও দক্ষিণ-পূবর্ এশিয়ার জলবায়ু ও পরিবেশের অংশ, তাই টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে কৃষির উন্নয়নে সহযোগিতা করা প্রয়োজন।