ঈশ্বরদীতে স্কুল কৃষি কাযর্ক্রম উদ্বোধন

প্রকাশ | ২৬ আগস্ট ২০১৮, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে ঈশ্বরদী শহরের অরণকোলায় আবুল হাসেমের মওলা কৃষি খামারে ৮৪টি স্কুলের শিক্ষাথীের্দর নিয়ে সম্প্রতি স্কুল কৃষি কাযর্ক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা কৃষি কমর্কতার্ মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশের কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কৃষিপণ্য রপ্তানি করছে। কৃষি কাজ করে কৃষকের কোনো লাভ না হলেও বতর্মানে বিদেশ থেকে কৃষিপণ্য আমদানি করতে হচ্ছে না। বক্তারা বলেন, বাংলাদেশে এই প্রথম স্কুলের শিক্ষাথীের্দর নিয়ে স্কুল কৃষি নামের কাযর্ক্রমের উদ্বোধন হলো। এই শিক্ষাথীর্রাই একদিন দেশ পরিচালনা করবে। শিক্ষিত কৃষক হলে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। এই প্রত্যয় নিয়ে স্কুল কৃষি কাযর্ক্রম চালু করা হলো। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কমর্কতার্ মোস্তফা হাসান ইমাম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক আলহাজ রবিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কমর্কতার্ এখলাছুর রহমান ও উপ-সহকারী কৃষি কমর্কতার্ সুজন কুমার রায়, সফল মৎস্য চাষি আবু তালেব জোয়াদ্দার, কৃষি শিক্ষক আফরোজা বানু ও রেজাউল করিম। স্কুল কৃষির আয়োজন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মÐল।