শীতকালীন শাকসবজি নিতে আগ্রহী কসোভো

প্রকাশ | ০৮ মার্চ ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া গত বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপির সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দু-দেশের কৃষি, প্রাণিসম্পদ এবং ডেইরি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এসময় কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া কৃষির ওপর পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে শীতকালীন শাকসবজি আমদানির আগ্রহ ব্যক্ত করেন। এ ছাড়া তিনি যুদ্ধের সময় কসোভোর ধ্বংসপ্রাপ্ত পোল্ট্রি এবং ডেইরি শিল্পের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে কিছু দেশ থেকে খাদ্যপণ্য আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশে খাদ্যে কোনো ঘাটতি হবে না। বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে ভোজ্য তেল। যার সিংহভাগ আসে মালয়েশিয়া থেকে, এ ক্ষেত্রে করোনাভাইরাসের প্রভাব পড়ার সম্ভাবনা কম। এ ছাড়া মন্ত্রী জানান, সফল কৃষক ও ভালো উৎপাদনকারীকে সিআইপির মতো এআইপি (অওচ) পুরস্কার প্রদানের প্রস্তাব কেবিনেটে অনুমোদিত হয়েছে। অ্যাওয়ার্ডের জন্য খুব শিগগিরই সফল কৃষক ও ভালো উৎপাদনকারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হবে।