নিরাপদ সবজি ও ফল উৎপাদন প্রশিক্ষণ

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ০০:০০

কৃষি ও সম্ভাবনা ডেস্ক
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উদ্যোগে সদর উপজেলার নাওভাঙ্গা চরে 'সবজি ও ফলের নিরাপদ ব্যবস্থাপনা' শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়। বিনার জামালপুর উপকেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. জাহাঙ্গীর আলম, নর্থবেঙ্গল সুগার মিলের সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) নিতাই চন্দ্র রায় এবং জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইকরাম। প্রশিক্ষণে বিনার কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তাজমুল হক সবজি ও ফলের অনিষ্টকারী পোকা দমনে ফেরোমোন ফাঁদ, বন্ধ্যাকরণ পদ্ধতি, নিউক্লিয়ার পলি হাইড্রোসিস ভাইরাস, স্ত্রী-পুরুষ পোকা আকর্ষক, ব্যাগিং, বেন্ডিং এবং পার্সিংসহ বিভিন্ন যান্ত্রিক ও জৈব পদ্ধতির ব্যবহার বিষয়ে উপস্থিত কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. বীরেশ কুমার গোস্বামী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমাদের প্রয়োজন বিষমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাবার।