শেরপুরে এসএমই মেলা

নজর কেড়েছে তুলসীমালার খাবার

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ০০:০০

রফিক মজিদ, শেরপুর
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী এসএমই মেলা ডিসি উদ্যানে অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় ৫০টি স্টলে জেলা এবং জেলার বাইরের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের নানা পণ্যের সমারোহ নিয়ে হাজির হন। এসব স্টলের মধ্যে রয়েছে হস্ত ও কারু শিল্পপণ্যসহ পাটের তৈরি বাহারি পণ্য। তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে শেরপুরের ব্রান্ড খ্যাত তুলসীমালা চালের তৈরি পায়েসসহ বিভিন্ন মজাদার পিঠা। সাধারণ মানুষ বেশ সুস্বাধু তুলসীমালা চালের তৈরি পিঠা-পায়েস খেতে ভিড় করছে। কেউবা আবার স্টলে বিক্রির জন্য রাখা চাল কিনে নিচ্ছে। কেউবা আবার বিভিন্ন পিঠার রেসেপি জেনে নিচ্ছে। জেলা ওয়েবসাইট 'আওয়ার শেরপুর' এর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন বলেন, 'আমরা শেরপুরের ব্র্যান্ডিং নিয়ে গত ২ বছর যাবত অনলাইনে কাজ করে যাচ্ছি। তুলসীমালা চাল সবার কাছে স্থায়ী করার লক্ষ্যে নানা প্রকারের দেশীয় পিঠা ও পায়েসের সমাহার রাখছি আমাদের স্টলে। ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে তুলসীমালার পিঠা ও পায়েস। এমনকি দর্শনার্থীরা অভিভূত হয়ে ফেসবুকেও শেয়ার করছে।