হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে শেকৃবি

প্রকাশ | ২২ মার্চ ২০২০, ০০:০০

মো. বশিরুল ইসলাম
করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের উদ্যোগে তৈরি করা এসব হ্যান্ড স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নিয়ে গত দুদিনে প্রায় ৫০০ বোতল তৈরি করা হয়েছে। গত সোমবার উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, প্রক্টর ড. মো. ফরহাদ হোসেন, কৃষকরত্ন শেখ হাসিনার হল প্রভোস্ট ড. আয়েশা আক্তারসহ শিক্ষক, কর্মকর্তারা। কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০ মিলি লিটারের ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে এবং এতে খরচ পড়েছে ৬০ থেকে ৭০ টাকা। আশা করছি এগুলো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণের কার্যক্রম চলছে।