বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স প্রক্টর অধ্যাপক ড. মশিউর রহমান খান ও বিশেষ অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিনের বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর বলেন, ‘দৈনিক যায়যায়দিন বুটেক্সের খুব কাছের প্রতিবেশী, আমরা আশা করবো যায়যায়দিনের সঙ্গে বুটেক্সের সম্পর্ক উত্তোরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়া তিনি বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসানের প্রশংসা করেছেন উক্ত অনুষ্ঠানটি আয়োজন করার জন্য।’
ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী তার বক্তব্যে বলেন, পদ্মা সেতু বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছে এবং পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হবে। তিনি শতভাগ কর্মমুখী বিশ্ববিদ্যালয় হিসেবে বুটেক্সকে আখ্যায়িত করেন এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার চর্চাকেও অভিনিন্দিত করেন।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ও আইপিই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সেলিমা সুলতানা শিমু, যায়যায়দিনের ব্যবস্থাপক মো. নুরুল হক এবং যায়যায়দিনের সার্কুলেশন ব্যবস্থাপক মো. বেলাল হোসেন।
আলোচনা সভা শেষে অতিথির উপস্থিতিতে কেক কেটে তা পরিবেশন করা হয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd