‘ইউজিসি স্বণর্পদক’ পেলেন যারা

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষককে ‘ইউজিসি স্বণর্পদক’ প্রদান করা হয় গতকাল। ২০১৭ সালের জন্য তারা মনোনীত হয়েছিলেন। নিবাির্চত প্রতি শিক্ষককে সনদ ও স্বণর্পদকসহ পুস্তকের জন্য ৫০,০০০/- টাকা এবং প্রবন্ধের জন্য ৩০,০০০/- টাকা প্রদান করা হয়। শিক্ষকরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আকসাদুল আলম, আইন বিভাগের লেকচারারা অপির্তা শামস মিজান, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রফেসর জিয়াউল হক মামুন, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেসর আবুল বারাকাত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফোরকান উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসিির্টর কাডির্য়াক সাজর্ন ড. হৃদয় রঞ্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগের প্রফেসর ড. আফতাব উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর আবদুল্লাহ আল ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লেকচারার মো. ইলিয়াস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশনের প্রফেসর ড. মো. তৌফিক ইকবাল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফামেির্স বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ, একই বিভাগের প্রফেসর ড. আব্দুস সোবহান, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাহ মো. আতিকুল হক।