ঢাবিতে ১৫ তলাবিশিষ্ট ছাত্র হল ‘জয়বাংলা’

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫তলাবিশিষ্ট ছাত্রহল নিমির্ত হচ্ছে। হলের নাম দেয়া হয়েছে ‘জয়বাংলা’। বিশ্ববিদ্যালয়ের শতবষর্ পরিকল্পনায় ওই হল নিমাের্ণর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া একটি ছাত্রী হলও নিমার্ণ করা হবে। যদিও ওই হলের নাম এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, ঢাবির শিক্ষা-গবেষণা ও উন্নয়ন শীষর্ক প্রকল্পে ১৫ তলাবিশিষ্ট ‘জয়বাংলা’ হল নিমাের্ণর জন্য অন্তভুর্ক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের কাছ থেকে অথর্ প্রাপ্তির লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। জয়বাংলা হলটি নিউমাকের্ট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস এলাকায় করার বিষয়ে স্থান নিবার্চন কমিটি কতৃর্ক সিদ্ধান্ত হয়েছে। ওই হলে আনুষঙ্গিক সুবিধাসহ ১ হাজার ছাত্র নিবিের্ঘœন থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক জীবন কুমার মিশ্র জানান, শতবষর্ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে। সেখানে একটি ছাত্র হল ও ছাত্রী হল অন্তভুর্ক্ত আছে। ছাত্র হলের নামকরণের বিষয়ে সিনেটে একটি সিদ্ধান্ত আছে। সে কারণে এটির নাম হবে জয়বাংলা হল। অন্যদিকে ছাত্রী হলের নাম এখনও ঠিক হয়নি। পরিকল্পনাগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হয়ে একনেকে যাবে। সেখানে অনুমোদন হলে কাজ শুরু হবে।