সংবাদ সংক্ষেপ

স্নাতক গবেষকদের জন্য ফেলোশিপ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
স্নাতক শিক্ষাথীের্দর গবেষণায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশে শুরু হলো স্নাতক গবেষণা ফেলোশিপ (আন্ডারগ্র্যাজুয়েট রিসাচর্ ফেলোশিপ)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘গেøাবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লানির্ং এবং ঢাকা ইউনিভাসিির্ট রিসাচর্ সোসাইটির যৌথ উদ্যোগে এই ফেলোশিপ কাযর্ক্রম শুরু হয়। ১২ সেপ্টেম্বর, বুধবার বণার্ঢ্য এক অনুষ্ঠানে এই ফেলোশিপ প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নবীনবরণ ও ফাস্টর্ আন্ডারগ্র্যাজুয়েট রিসাচর্ ফেলোশিপ প্রদান অনুষ্ঠান-২০১৮। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রায় ৪৫০ নবীন সদস্যকে বরণ করে নেয়ার পাশাপাশি গবেষণা সংসদের ২০টি গবেষণা টিম থেকে ৩টি গবেষণা টিমকে ফেলোশিপ প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। তিনি বলেন, শিক্ষাথীের্দর গবেষণা সংসদ একটি ব্যতিক্রমী উদ্যোগ। গবেষণায় তরুণদের এই উদ্যোগ বাংলাদেশের গবেষণার পট পরিবতর্ন করবে বলে বিশ্বাস করি। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষাথীের্দর সঙ্গে আছে। স্নাতক গবেষণায় ফেলোশিপ প্রদান দেশে একটি নতুন ধারা তৈরি করবে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তজাির্তক সম্পকর্ বিশেষজ্ঞ এবং সেন্টার ফর জেনোসাইট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। প্রথমবারের মতো বাংলাদেশে স্নাতক পযাের্য়র তরুণ শিক্ষাথীের্দর গবেষণামনস্ক করে গড়ে তোলার জন্য এ ফেলোশিপ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাথীের্দর প্রথম গবেষণাভিত্তিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’। সংগঠনটি ইতিমধ্যে তাদের টিম নিয়ে আন্তজাির্তক সেমিনার ও গবেষণাভিত্তিক কমর্শালায় অংশগ্রহণের অভিজ্ঞতা অজের্নর পাশাপাশি গবেষণায় তরুণ শিক্ষাথীের্দর আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে নিরন্তর।