চুয়েটে আলোকচিত্র প্রদশর্নী

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে দিনব্যাপী আলোকচিত্র প্রদশর্নী অদ্য ৩০ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন এলাকায় উক্ত প্রদশর্নীর উদ্বোধন করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এ সময় সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কমর্কতার্ মুহাম্মদ রাশেদুল ইসলাম, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শারদ চৌধুরী, সাধারণ সম্পাদক তন্ময় সিনহা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় শিক্ষাথীর্সহ দেশের বিভিন্ন পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদের পাঠানো মোট ২ হাজার ৬০০টি ছবি জমা পড়ে। সেখান জুরি বোডের্র মাধ্যমে ৪৩টি ছবি নিবাির্চত করা হয়। তন্মধ্যে ১২টি ছবিকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় মোট প্রাইজমানি ছিল দুই লাখ টাকা। তাদের মধ্যে প্রথম স্থান অধিকারী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীর্ হাসান মাহমুদ প্রত্যয় এক লাখ টাকা জিতে নেন। এ ছাড়া দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৭৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।