আন্তজাির্তক সম্মেলনে ডিআইইউর প্রতিনিধি

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
ইন্দোনেশিয়ার বালিতে গত ১২ থেকে ১৫ সেপ্টেম্বর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশের সমন্বয়ে ‘১২ঃয অংরধ চধপরভরপ ঈড়হভবৎবহপব ড়হ ঞড়নধপপড় ড়ৎ ঐবধষঃয (১২ঃযঅচঅঈঞ)’ শীষর্ক একটি আন্তজাির্তক কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে বিশ্বের ১৫টি দেশ থেকে ণড়ঁঃয দের নিয়ে ‘ইউথ লিডারশিপ অন টোব্যাকো কন্ট্রোল শীষর্ক একটি সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসাচর্ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্ট এর পক্ষ থেকে মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার বাপ্পা রাজ দাশ ণড়ঁঃয খবধফবৎ হিসেবে অংশগ্রহণ করেন ও তামাক নিয়ন্ত্রণে টিসিআরসির ভূমিকা তুলে ধরেন। এ ছাড়াও উক্ত কনফারেন্সে টিসিআরসির পক্ষে এর গবেষণা সহকারী ও প্রকল্প কমর্কতার্ মো. মহিউদ্দিন চারটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।