ছবিপ্রেমীরা ক্রিয়েটিভ দ্য আটর্ গ্যালারিতে

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৮, ০০:০০

তানভীর হাসান
শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক ড্রইং প্রদশর্নী
রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ক্রিয়েটিভ দ্য আটর্ গ্যালারিতে এখন ছবিপ্রেমীদের ভিড়। ওখানে চলছে বরেণ্য শিল্পী শাহবুদ্দিন আহমেদের একক ড্রইং প্রদশর্নী। তাই গ্যালারিতে সকাল-সন্ধ্যা ভিড় করছে আজ ও আগামীর ছবিয়াল তথা ড্রইং ফ্যানরা। দিন যতই গড়াচ্ছে ভিড় বাড়ছে ২১ দিনব্যাপী চলা এই প্রদশর্নীতে। উত্তরার ৪৫ সোনারগঁাও জনপথে গত ২৯ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সদ্য প্রতিষ্ঠিত এই ক্রিয়েটিভ দ্য আটর্ গ্যালারির। প্রদশর্নী আগামী ১৯ অক্টোবর ২০১৮ তাং পযর্ন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত দশর্নাথীের্দর জন্য উন্মুক্ত থাকবে। প্রদশর্নীতে শিল্পীর ৩২টি শিল্পকমর্ প্রদশির্ত হয়। যার মধ্যে ২৫টি ড্রইং ও ৭টি ছাপচিত্র। উল্লেখ্য, শিল্পী শাহবুদ্দিন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা ও বাসেের্লানা অলিম্পিয়াড আটর্ ও বিশে^র পঞ্চাশজন মাস্টার পেইন্টারদের অন্যতম এবং ফরাসি সবোর্চ্চ বেসামরিক সম্মাননা ‘নাইট’ উপাধিতে ভূষিত একজন বরেণ্য চিত্রশিল্পী। ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত হষর্ বধর্ন শ্রিংলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদশর্নীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মমতাজ উদ্দিন আহমেদ, প্রদশর্নীর আহŸায়ক শিল্পী নাসিম আহমেদ নদভী ও বিশিষ্ট শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত ও অনুষ্ঠানের সমন্বয়ক নন্দিত সংগীত শিল্পী লিলি ইসলাম উপস্থিত ছিলেন।