ডিআইইউতে সমাজবিজ্ঞান কোর্স

প্রকাশ | ২৬ জুন ২০২১, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, আইন ও মানবাধিকার সম্পর্কিত গ্রন্থের প্রণেতা ডক্টর মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে যাত্রা শুরু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। বর্তমানে এ ইউনিভার্সিটিতে প্রায় সাত হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছেন। সম্প্রতি দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্টর্ যাঙ্কিংয়ের এক জরিপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যের্ যাঙ্কিংয়ের দিক থেকে ৭ নাম্বার স্থানে পৌঁছতে সক্ষম হয়েছে। ইউনাইটেড ন্যাশনের 'সাসটেইনবল ডেভেলপমেন্ট গোল'-এর ভিত্তিতে দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্টর্ যাঙ্কিং প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালগুলোর মূল্যায়ন করে থাকে। এ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে সমাজবিজ্ঞান কোর্স চালু রয়েছে। সমাজবিজ্ঞান কোর্স বিজ্ঞানভিত্তিক বলে এখানে গুরুত্বসহকারে পাঠদান করা হয়। ফলে, সমাজবিজ্ঞান কোর্সে অধ্যায়ন করে চাকরির বাজারে এখানকার শিক্ষার্থীরা নিরাশ হচ্ছে না। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আবদুর রহীম মোলস্না বলেন, এ কোর্সটি গবেষণাধর্মী, গবেষণার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন সক্ষম। তাই এখানকার শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানার্জন করতে পারছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন বর্তমানে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞানের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, যুগোপযোগী চাহিদার সঙ্গে মিল রেখে এখানে সমাজবিজ্ঞান কোর্স পরিচালিত হয়ে আসছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। তাই অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এখানে টিউশন ফি কম। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কিউ পাটোয়ারী জানান, 'নলেজ ইজ পাওয়ার'- এ স্স্নোগান নিয়ে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা টিউশন ফি কম নিলেও লেখাপড়ার মানের দিক থেকে কখনো ছাড় দিই না। এখানে চার বছরের ইংরেজি বিএ অনার্স কোর্সের ফি নেওয়া হয় দুই লাখ টাকা। চার বছরের বিএসএস (সম্মান) কোর্সের ফি ১ লাখ ১২ হাজার টাকা। এমএসএস (সমাজবিজ্ঞান) এক বছরের কোর্সের জন্য নেওয়া হয় ৩৫, হাজার টাকা। এমএসএস (সমাজবিজ্ঞান) ২ বছরের কোর্সের জন্য নেওয়া হয় ৫৫ হাজার টাকা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার বাড্ডার সাঁতারকূলে স্থ্থ্থাপন করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস ছাড়াও বনানী ও গ্রিন রোডে দুটি ক্যাম্পাস রয়েছে। যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকূল, বাড্ডা। ৬৬, গ্রিন রোড, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০, ০১৬১১৩৪৮৩৪৪-৮। িি.িফরঁ.ধপ