মাকর্স মেডিকেল কলেজ

চিকিৎসা বিদ্যায় পড়াশোনা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্যারিয়ার গঠনে চিকিৎসা বিদ্যায় পড়াশোনার ইচ্ছা বেশিরভাগ মেধাবী শিক্ষাথীর্র। বেসরকারি মেডিকেল কলেজে যারা পড়তে চান, মাকর্স মেডিকেল কলেজ হতে পারে তাদের জন্য অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকায় মাকর্স মেডিকেল কলেজ (এমআর এমসি) মাকর্র্স গ্রæপের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষ চিকিৎসক তৈরিই ছিল এ কলেজটির মূল লক্ষ্য। এ বছর এমআরএমসি-তে ৮ম ব্যাচের এমবিবিএস কোসের্ ২০১৮-১৯ সেশনে শিক্ষাথীর্ ভতির্ করা হবে। সরকার ঘোষিত এ বছর এমবিবিএস ভতির্ পরীক্ষায় উত্তীণর্ শিক্ষাথীর্রাই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাকর্স মেডিকেল কলেজে ভতির্ হতে পারবে। অবস্থান : রাজধানী ঢাকার মিরপুর-১৪তে এ/৩ প্রধান সড়কে অত্যন্ত মনোরম পরিবেশে মাকর্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ২০১১-১২ সেশনে প্রথম ব্যাচের শিক্ষাথীর্ ভতির্র মাধ্যমে। সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষের অনুমোদন সাপেক্ষে দেশের সফল চিকিৎসক ও শিক্ষানুরাগী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মাসুদুর রহমান (এমআর) খান এ কলেজটি প্রতিষ্ঠা করেন দক্ষ চিকিৎসক গড়ার লক্ষ্য নিয়ে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দেশে চিকিৎসকের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে তিনি এ প্রতিষ্ঠানটি শুরু করেন।যোগাযোগ : এ/৩, মেইন রোড, মিরপুর-১৪ ঢাকা-১২০৬, ফোন: ৯৮৩৪০৩১, ৯৮৩৪০৩৪, ৯০০৩৪৭৫, ৮০৩৩৩৭৩। বতর্মানে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন আমর্ড ফোসের্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মেজর জেনা. (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। বতর্মানে উপাধ্যক্ষের দায়িত্বে আছেন অধ্যাপক ডা. ইকবাল মাসুদ খান এবং সাবির্ক প্রশাসনিক বিষয়াদি দেখাশোনা করেন দি মাকর্স গ্রæপের প্রধান নিবার্হী কমর্কতার্ (সিইও) তারিক মাসুদ খান, যিনি যুক্তরাষ্ট্রের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ ও এমবিএ-তে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শিক্ষকমÐলী : এ কলেজের পাঠদান পরিচালনা করেন উচ্চ ডিগ্রিধারী একদল অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমÐলী যার নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। শিক্ষকমÐলীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকবৃন্দ রয়েছেন যারা শিক্ষাথীের্দর মাঝে সুসম্পকর্ বজায় রেখে পাঠদান করেন। তারা সবাই দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন বলে সবার অভিমত। শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি : এমআরএমসির রয়েছে নিজেস্ব ক্যাম্পাসে ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ শ্রেণিকক্ষ, লেকচার গ্যালারি, কম্পিউটার ও পরীক্ষাগার কক্ষ। এখানকার পাঠদান পদ্ধতি খুবই আধুনিক। এ প্রতিষ্ঠানে শিক্ষাথীের্দর বাধ্যতামূলক নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হয়। বিষয়ভিত্তিক পাঠদান শেষে শিক্ষাথীের্দর সাপ্তাহিক, মাসিক ও টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নিতে হয়। তাই কোনো শিক্ষাথীর্ পরীক্ষায় পাস না করে পরবতীর্ সেশনে উত্তীণর্ হওয়ার সুযোগ নেই। আবাসিক সুবিধা : শিক্ষাথীের্দর আবাসিক সমস্যার কথা বিবেচনা করে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে মাকর্স মেডিকেল কলেজের নিজেস্ব তত্ত¡াবধানে।