রাবিতে পদাথির্বজ্ঞান অলিম্পিয়াড

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পদাথর্ বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজনে পদাথির্বজ্ঞান বিভাগের তত্ত¡াবধানে সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিলুর রহমান। উদ্বোধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আয়োজক সূত্রে জানা যায়, অলিম্পিয়াড কমর্সূচির মধ্যে ছিল পরীক্ষা, আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদপ্রণী। এই অলিম্পিয়াডে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার ৬ শতাধিক শিক্ষাথীর্রা অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পদাথির্বজ্ঞান বিভাগের প্রফেসর ড. শামস বিন তারেকের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন রাবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খলিলুর রহমান, দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক। এ ছাড়া অন্যান্যের মধ্যে পদাথির্বজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালেহ হাসান নকীব, গণিত বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. সুব্রত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সাটিির্ফকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।