বশেমুরবিপ্রবিতে দুগার্পূজার ছুটি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
সনাতন ধমার্বলম্বীদের সবচেয়ে বড় ধমীর্য় উৎসব শারদীয় দুগার্পূজা উপলক্ষে পঁাচ দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ছুটি ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী শনিবার পযর্ন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কমর্কতার্ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ছুটি শেষে আগামী রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাযর্ক্রম শুরু হবে। আবাসিক হলের বিষয়ে কথা জানতে চাইলে শেখ রেহেনা হলের প্রাধ্যক্ষ মো. মজনুর রশিদ জানিয়েছেন, ছুটি স্বল্প হওয়ার কারণে শিক্ষাথীের্দর হলত্যাগের ব্যাপারে কোনো নোটিশ দেয়া হয়নি। তবে এ কয়েকদিন হলের ডাইনিং বন্ধ থাকবে। এ সময় যারা হলে অবস্থান করবে তারা নিজ দায়িত্বে খাবারের ব্যবস্থা করবে।