জবির ভূগোল ও পরিবেশ বিভাগে কার্টোগ্রাফি ল্যাব উদ্বোধন

প্রকাশ | ০৩ জুলাই ২০২১, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ব্যবহারিক ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কার্টোগ্রাফি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন জবির ভূগোল ও পরিবেশ বিভাগে সংস্কারকৃত কার্টোগ্রাফি ল্যাবটি উদ্বোধন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মো. ইমদাদুল হক ল্যাবটি উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ডক্টর মো. ইমদাদুল হক উদ্বোধনী বক্তব্য রাখেন। উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে গুণগত মানসম্পন্ন দেশ সেরা ল্যাবরেটরি তৈরি করা হবে। এ সময় তিনি ল্যাবরেটরি খাতে পর্যাপ্ত বাজেট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।