জেএনইউসিসির আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন অনুষ্ঠিত

প্রকাশ | ১০ জুলাই ২০২১, ০০:০০

জবি প্রতিনিধি
দ্বিতীয়বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) উদ্যোগে 'পুষ্টি' প্রেজেন্টস এবং পাওয়ার্ড বাই 'তিলোত্তমা বাংলা গ্রম্নপ' আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন 'ডেসোইট অব এক্সিলেন্স ২.০' সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর দল বিজমাস্টার্স। প্রথম রানার আপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল ইম্পেরিয়াল মার্চ, দ্বিতীয় রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর দল গেমপস্ন্যান এবং উদীয়মান টিম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর দল অ্যাপোক্যালিস। গত ফেব্রম্নয়ারি থেকে শুরু হওয়া এই কম্পিটিশনে দেশের ৫১টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন টিম অংশগ্রহণ করে। ফাইনাল পর্বে অংশগ্রহণ করে ৯টি বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতির অবনতি ও লকডাউনের ফলে প্রায় তিন মাস ধরে আয়োজিত হয় এই কেইস কম্পিটিশন।