তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্য সতকর্বাণীর কমর্শালা

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসাসর্ সেল (টিসিআরসি), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খুলনা বিভাগীয় কমিশনারের কাযার্লয়, বাংলাদেশ তামাকবিরোধী জোট এবং দি ইউনিয়নের কারিগরি ও আথির্ক সহযোগিতায় ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতকর্বাণীর কাযর্কর বাস্তবায়নে করণীয়’ শীষর্ক এক বিভাগীয় কমর্শালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও টিসিআরসি প্রেসিডেন্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। কমর্শালায় খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুখ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনার সভিল সাজর্ন, ডা. এসএম আ. রাজ্জাক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন । কমর্শালায় ‘বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন ও এর বাস্তবায়নে টাস্কফোসর্ সদস্যদের ভ‚মিকা’ শীষর্ক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন ও ‘তামাক নিয়ন্ত্রণে সচিত্র স্বাস্থ্য সতকর্বাণীর গুরুত্ব ও করণীয়’ শীষর্ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির সদস্য সচিব ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান ও প্রোগ্রাম অফিসার এবং গবেষণা সহকারী ফারহানা জামান লিজা। বিভাগীয় কমিশনারের কাযার্লয়ের সহকারী কমিশনার জাবের মো. সোয়াই-এর সঞ্চালনায় এ কমর্শালায় আরও বক্তব্য রাখেন খুলনা সিভিল সাজর্ন অফিসের পরিচালক ডা. মো. আব্দুল কাদির, সহকারী কমিশনার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান ও ডবিøউবিবি ট্রাস্টের কমর্সূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।