জাককানইবিতে ছায়াছবি উৎসব

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আগামী ২৯-৩১ অক্টোবর পযর্ন্ত প্রথম বারের মতো উদযাপিত হতে যাচ্ছে ছায়াছবি উৎসব। ছায়াছবি উৎসবটি ২৯ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উদ্বোধন করবেন চলচ্চিত্র পরিচালক মোশের্দুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও উৎসব এর তিন দিনব্যাপী বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। যাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, চিত্রনায়ক ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব হামিদ, চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, গাজী রাকায়েত, গবেষক অনুপম হায়াৎ প্রমুখ। তারা শিক্ষাথীের্দর সাথে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।