শাবিতে ভতির্র কাযর্ক্রম শুরু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভতির্ কাযর্ক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর পযর্ন্ত চলবে। বিষয়টি নিশ্চিত করেন ভতির্ কমিটির সভাপতি প্রফেসর ড. শামসুল হক প্রধান। ভতির্ কমিটির সভাপতি প্রফেসর ড. শামসুল হক প্রধান জানান, ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ভতির্চ্ছু শিক্ষাথীের্দর সাক্ষাৎকার ও ভতির্ অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর সকাল ৯টা থেকে ‘বি১’ ইউনিটের মেধাতালিকার ১ থেকে ৬০০ পযর্ন্ত, ১২ নভেম্বর সকাল ৯টায় একই ইউনিটের ৬০১ থেকে ৯৮০ পযর্ন্ত ও দুপুর ২টায় ‘বি২’ এর ১ থেকে ৩০ পযর্ন্ত এবং একই দিন বিকাল ৩টায় সংশ্লিষ্ট ইউনিটের কোটায় ভতির্চ্ছু শিক্ষাথীের্দর সাক্ষাৎকার ও ভতির্ অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর সকাল ৯টায় ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার মেধাতালিকা হতে ১-২২০ পযর্ন্ত ও দুপুরে বাণিজ্য শাখার ১-৮৩ পযর্ন্ত সাক্ষাৎকার ও ভতির্ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরদিন ১৪ নভেম্বর একই ইউনিটের মানবিকে মেধাতালিকার ১-৩০১ ও দুপুরে সংশ্লিষ্ট ইউনিটের কোটায় ভতির্চ্ছু শিক্ষাথীের্দর কোটার সাক্ষাৎকার ও ভতির্ অনুষ্ঠিত হবে।