পাবিপ্রবিতে জমকালো আয়োজনে র‌্যাগ-ডে

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ষষ্ঠতম ব্যাচের শিক্ষাথীের্দর আয়োজনে শিক্ষা সমাপনী র‌্যাগ-ডে উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাথীের্দর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী র‌্যাগ-ডে উদযাপন করেন তারা। র‌্যাগ-ডে উদযাপন উপলক্ষে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে ‘স্নাতক’ বিদায়ী এ ব্যাচটির শিক্ষাথীর্রা এ আয়োজন করেন। সকাল থেকে ক্যাম্পাস যেন ভরে উঠছিল লাল আর গোলাপি রঙের মহোৎসবে। ছাত্র, ছাত্রীরা সাদা টি-শাটর্ রাঙিয়ে দিয়েছিল ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লক্ষ করলে দেখা যায়, এ সময় হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন বিদায়ী শিক্ষাথীর্রা। নানা রঙে রঙিয়ে তাদের দেখে চেনার কোনো উপায় ছিল না। লাল, নীল, সবুজ, হলুদ আবীরের রঙে রাঙিয়ে দেন একে অন্যকে। প্রিয়জনদের রঙিন কলমের নানান লেখায় ভরে গেছে সাদা টি-শাটর্। বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটিকে মনের মণিকোঠায় আগলে ধরে রাখতে রং মেখে স্মরণীয় করে রাখেন। শিক্ষাজীবনের শেষ সময়টাকে স্মৃতিময় করে রাখতে ক্যামেরা আর মুঠোফোনে চলতে থাকে ফটোসেশন আর সেলফির মাতামাতি। তাদের অনেকেই পেছনে ফেলে আসা চারটি বছরকে স্মরণ করে স্মৃতির পাতা তুলে ধরেন সবার মাঝে। এ সময় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী, প্রো-ভিসি প্রফেসর ড. মো আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ এবং বিভাগের শিক্ষকরা। র‌্যাগ ডে উপলক্ষে রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।