ভাষার মাসে তারুণ্যের ভাবনা

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নজির নেই যেখানে একটি জাতি তার মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ছাড়া। ১৯৪৭ সালে পাকিস্তান লাভের পর পূর্ব পাকিস্তানের জনতার ওপর সর্বপ্রথম যে বৈষম্য পরিলক্ষিত হয় তা হলো তাদের মাতৃভাষা। শতকরা ছাপান্ন ভাগ বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও নানা ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ১৯৫২ সালে রাষ্ট্রীয় মর্যাদায় পর্যবসিত হয়। ওই বছর থেকে ফেব্রম্নয়ারি মাসে তথা ২১ ফেব্রম্নয়ারি মাতৃভাষা দিবস পালন এবং স্বাধীনতা পরবর্তী ইউনেস্কো কর্তৃক ১৯৯৯ সালে আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ বিশ্বব্যাপী পালন এবং ২০১০ সালে জাতিসংঘ এই দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পেরিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাতৃভাষার গুরুত্ব কতটুকু? অথবা এর মান কতটুকু রাখতে পেরেছি? না রাখতে পারলে করণীয় কী? তারুণ্যের ভাবনায় তারই প্রেক্ষাপট তুলে ধরেছেন, চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, মো. মারুফ মজুমদার।