ভাষা হোক মনের ভাব প্রকাশের মাধ্যম

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মোহাম্মদ এনামুল হক
প্রত্যেক মানুষই তার মায়ের ভাষাকে ভালোবাসে। সেই জন্য মায়ের ভাষা রক্ষা করতে জীবন উৎসর্গ করতে পিছ পা হয়নি ভাষা শহীদরা। ১৯৫২ সালের নিজেদের জীবন দিয়ে ভাষাসৈনিকরা বাংলা ভাষার বিরুদ্ধে পাকিস্তান শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির সংগ্রামের মূল ভিত্তি। পাকিস্তান শাসকগোষ্ঠীর একটা বড় ষড়যন্ত্র ছিল আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব কিন্তু তখন সেই প্রস্তাব ও প্রত্যাখ্যান করা হয়। জীবনের বিনিময়ে বাংলা ভাষার মান রক্ষা করতে কুণ্ঠাবোধ করেনি সালাম, জব্বার, রফিক, শফিক ইত্যাদি ভাষাসৈনিকরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ ইংরেজি বর্ণ দিয়ে বাংলা লিখতে কোনো দ্বিধাবোধ করো না কেউ। দিনের পর দিন সব জায়গায় ইংরেজি বর্ণ দিয়ে লেখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও বন্ধুদের সঙ্গে চ্যাটিং করার সময় ইংরেজি বর্ণ দিয়ে বাংলা লেখার চর্চা চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের অনেকেই এই চর্চা অব্যাহত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ভাষার মাসে সবার কাছে প্রত্যাশা থাকবে বাংলা ভাষা ও বর্ণ হোক আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। মায়ের ভাষার মান রক্ষা করতে বাংলা বর্ণ দিয়ে বাংলা লেখার চর্চা করি।