বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রক্তে কেনা মাতৃভাষা

মো. জিলস্নুর রহমান শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মো. জিলস্নুর রহমান

'বাংলা' বাঙালির রক্তে কেনা মাতৃভাষা। রক্তের বিনিময়েই হয়েছে বাংলা ভাষার অর্জন।

১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান বিভক্ত হলেও পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যেও বিভিন্ন ভিন্নতা পরিলক্ষিত হয়। মোট জনগোষ্ঠীর ৫৬.৪০% মানুষ বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও উর্দুকে (৩.২৭%) পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার বিরাট ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে ও ২৪ মার্চ কার্জন হলে অনুষ্ঠিত এক সমাবর্তনে 'উর্দুকে' পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এর বিরোধিতায় বাঙালির ভাষা আন্দোলন সর্বাত্মক রূপলাভ করে। আন্দোলনকে দমনের উদ্দেশ্যে ১৪৪ ধারা জারি করা হলে তা ভঙ্গ করে ২১ ফেব্রম্নয়ারিতে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্স্নোগানে উচ্ছ্বসিত হয় রাজপথ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিবর্ষণে রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে হয় ভাষাশহীদ। ১৯৫২ সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রম্নয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেন। রক্তে কেনা মাতৃভাষার মান এভাবেই বিশ্বব্যাপী বিস্তার হোক। প্রতিটা বাঙালিরই উচিত বাংলা ভাষার এই মান রক্ষার্থে ভাষার প্রতি অধিক যত্নশীল হওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে