তারুণ্যের চেতনায় সদা জাগ্রত থাকুক একুশ

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

রাইসা বিনতে করিম শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
রাইসা বিনতে করিম
বছর ঘুরে আবারও চলে এলো ভাষার মাস ফেব্রম্নয়ারি। রক্ত দিয়ে ভাষা রক্ষা করার এমন নজির ইতিহাসে বিরল। তাই এটি একদিকে যেমন শোকের, অন্যদিকে গৌরবের। তাই তো বাঙালি জাতি নানা আয়োজনের মাধ্যমে পুরো ফেব্রম্নয়ারি মাসজুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি' গানে গানে মুখরিত হবে দেশের প্রতিটি অঙ্গন। বাংলা ভাষার প্রতিটি অক্ষর যেন '৫২-এর প্রতিটি ভাষা শহীদের কথা বলে। তাদের সাহস, দৃঢ়তা আমাদের শিক্ষা দেয় কীভাবে অন্যায়ের সামনে রুখে দাঁড়াতে হয়। ভাষা আন্দোলন ছিল শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল। তাই একে বলা হয় চেতনার মাস। ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার মাস। ৫২-এর তরুণরা যেভাবে ভাষা রক্ষায় এগিয়ে এসেছে এই প্রজন্মের তরুণদের তা থেকে শিক্ষা নেওয়ার মাস। কিন্তু আসলেই কি তারা শিক্ষা নিতে পারছে? এত কষ্টের ফলে অর্জিত ভাষার মর্যাদা কি আদৌ রক্ষিত হচ্ছে? যেখানে উচ্চতর পড়াশোনার বেশির ভাগই করা হয় ইংরেজিতে। এ ছাড়া আমাদের সংস্কৃতিতে রয়েছে ব্যাপক আকারে ভিনদেশি সংস্কৃতির প্রভাব। যা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে বাংলা ভাষার মূল্য। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বিশেষ করে তরুণ প্রজন্ম মুখ্য ভূমিকা পালন করতে পারে। সাহসের সঙ্গে বিশ্বদরবারে বাংলাকে তুলে ধরতে হবে। আর তাতেই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা রক্ষা পাবে।