অর্থনীতি বিভাগে ভর্তি

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
১৯৯৫ সালে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ছাত্রছাত্রী রয়েছেন। এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেস স্টাডি, চলমান বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পার্টিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মাসি, হিউম্যান রাইটস অব ল, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগ চালু আছে। তবে অর্থনীতি বিভাগকে কর্তৃপক্ষ নতুনভাবে ঢেলে সাজিয়েছে এবং এ বিভাগে গুরুত্বসহকারে পাঠদান দেওয়া হয়। অর্থনীতি বিভাগের সমন্বয় সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ জানান, ২৬ বছরে এই বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছে। পাসকৃত শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সততার সঙ্গে সেবাদানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। অর্থনীতি বিভাগের গুরুত্ব অনুধাবন করেই এ ইউনিভার্সিটিতে যুগোপযোগী পাঠ্যসূচি প্রণয়ন ও পাঠদান দেওয়া হচ্ছে। অর্থনীতি বিভাগে ৪ বছরের অনার্স কোর্সের ফি মাত্র ১ লাখ ১৬ হাজার ৫শ' টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞানের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, অন্য বেসরকারি ইউনিভার্সিটির তুলনায় এখানকার শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা বেশি। কারণ এখানে যথাযথ পাঠদান দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনাবেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বর্তমানে চার শতাধিক শিক্ষার্থী এ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনাবেতনে অধ্যয়নরত। যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকূল, বাড্ডা। ৬৬, গ্রিন রোড, ঢাকা। ফোন :০১৯৩৯৮৫১০৬০, ০১৬১১৩৪৮৩৪৪-৮। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাঁতারকূলে স্থ্থাপন করা হয়েছে। সেখানে সবুজে ঘেরা ও সুন্দর প্রাকৃতিক পরিবেশে তিনটি নান্দনিক ভবন রয়েছে।