রাষ্ট্রীয় কাজে ঢাবি রোভার স্কাউট

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মো. জাহানুর ইসলাম
একুশের প্রথম প্রহর তখনও শুরু হয়নি, প্রহর শুরু হতে প্রায় ১ ঘণ্টা বাকি। কেন্দ্রীয় শহীদ মিনারে সুশৃঙ্খলভাবে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা অর্পণ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রম্নপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার মাহমুদুর রহমানের নির্দেশে সাবেক সিনিয়র রোভার মেট কাজী জুবায়ের হোসেনের নেতৃত্বে প্রায় ১০০ জন চৌকস রোভারের একটি দল অবস্থান নেন। এর প্রায় আধা ঘণ্টা পর সিনিয়র রোভার মেট শাহীন আলম ও নিগার সুলতানা সুপ্তির নেতৃত্বে ছেলে ও মেয়ে রোভারদের আরও দুটি দল যোগ দেন তাতে। রোভার স্কাউটের সঙ্গে বিএনসিসি ও রেঞ্জার সদস্যরাও অংশগ্রহণ করেন। রাত ১২টা ১ বাজতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবদের ফুলেল শ্রদ্ধা অর্পণের মধ্যদিয়ে শুরু হয় অমর একুশের প্রথম প্রহর। এরপর প্রটোকল অনুসারে এই কার্যক্রম চলতে থাকে বেশ কিছু সময় ধরে। ভিআইপিদের শ্রদ্ধা প্রদর্শন শেষ হলে শুরু হয় সাধারণ নাগরিকদের পুষ্পস্তবক অর্পণ। জনসাধারণ যাতে সুশৃঙ্খলভাবে শহীদদের শ্রদ্ধা জানাতে পারে সে লক্ষ্যে রোভাররা ছিল সদা তৎপর। রোভাররা একে অপরের হাত মুষ্টিবদ্ধ ধরে দুই সারিতে চেইন তৈরি করেন যাতে জনসাধারণ বিশৃঙ্খলভাবে শহীদ মিনারের মূল বেদীতে উঠতে না পারে। পুষ্প অর্পণের পর কেউ যাতে অযথা দাঁড়িয়ে থেকে বাকি আসা ব্যক্তিদের পুষ্প অর্পণে ব্যাঘাত ঘটাতে না পারে সেদিকেও রোভারদের ছিল সজাগ দৃষ্টিভঙ্গি। যা জনসাধারণের নিকট খুবই প্রশংসিত হয়েছে। শুধু শৃঙ্খলা রক্ষা নয়, শহীদ মিনার ফুল দিয়ে সাজানো, শ্রদ্ধা জানাতে এসে কেউ অসুস্থ হলে তৎক্ষণাৎ তাদের জন্য ফাস্টঅ্যাডের ব্যবস্থা, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভিড় এড়িয়ে নির্বিঘ্নে পুষ্প অর্পণের ব্যবস্থা করাসহ আগত ব্যক্তিদের নানাবিধ সহায়তা দিয়েছে রোভার সদস্যরা বলে জানান রোভার দলের দলনেতা সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম তপু। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রম্নপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার মাহমুদুর রহমান বলেন, 'রোভাররা সব সময় স্কাউটের আইন, প্রতিজ্ঞা ও মটো অন্তরে ধারণ করে কাজ করে থাকে। আর সেবা প্রদানই হলো স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য। রাষ্ট্রীয় কাজে রোভাররা স্বেচ্ছায় অংশগ্রহণ করে শৃঙ্খলা, দক্ষতা ও সৃজনশীল কাজের মধ্যদিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পায়। আমাদের রোভাররা প্রতিনিয়তই দেশ ও দশের জন্য কাজ করে থাকে, ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের এই ধারা অব্যাহত থাকবে। রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসা মানুষের আনাগোনা কমে গেলে রোভার সদস্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট দায়িত্ব বুঝে দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন শেষ করেন।