জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

প্রকাশ | ০৫ মার্চ ২০২২, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। অলিম্পিয়াডের আঞ্চলিক রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (বিডিওএএ)-এর তত্ত্বাবধানে ৬ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হবে ১০-১২ মার্চ অনলাইনে। সারাদেশের প্রতিযোগীদের তিনটি অঞ্চলে ভাগ করে তিন দিনে পরীক্ষা নেওয়া হবে। আঞ্চলিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা ন্যাশনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে এপ্রিলে। ন্যাশনাল রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীদের মে ও জুন মাসে অনলাইন ও সরাসরি জাতীয় ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের মৌলিক বিভিন্ন বিষয়ে। প্রশিক্ষিত প্রতিযোগীদের মধ্য থেকেই বাছাই করে তৈরি হবে ২০২২ ও ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের উপযোগী বাংলাদেশ দল।