ইসলামী বিশ্ববিদ্যালয়ে রজতজয়ন্তী

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮, ০০:০০

য় ক্যাম্পাস ডেস্ক
২৬ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন করেছে সাতক্ষীরা জেলা থেকে আসা শিক্ষক-শিক্ষাথীর্ ও কমর্কতার্-কমর্চারীরা। বিশ্ববিদ্যালয়ের টিএসসির কোরিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান। বিশেষ অতিথি হিসেবে দাওয়াহ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, আল-হাদিস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম ও ড. তপন কুমার জোদ্দার উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এসএম শাহেদুল্লাহ। অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলার দুই শিক্ষককে বরণ করে নেয়া হয়। পরে বিদায়ী শিক্ষাথীের্দর সংবধর্না ও ক্রেস্ট প্রদান এবং নবীন শিক্ষাথীের্দর ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে সেখানে সমিতির নতুন কমিটি নিবার্চন করা হয়। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইলিয়াস উদ্দিনকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিপ্লব আইচকে সাধারণ সম্পাদক করা হয়।