আইন বিষয়ে ক্যারিয়ার

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রায়হান শাহরিয়ার
অত্র অঞ্চলের প্রথম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়Ñ শান্ত-মারিয়াম ইউনিভাসিির্ট অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগ গতকাল শনিবার ‘ক্যারিয়ার ইন ল’ শীষর্ক এক বিশেষ সভার আয়োজন করে। রাজধানীর উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১নং ক্যাম্পাসের ক্রিয়েটিভ গ্যালারিতে সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোটের্র আইনজীবী তানজিম আল ইসলাম ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস্ জাজ) মো. ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোডের্র সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূণর্ বক্তব্য রাখেন। তিনি আইনবিষয়ক ক্যারিয়ারের গুরুত্ব, এর দায়দায়িত্ব, সাফল্য, এমনকি সমাজসেবায়ও যে অপার সুযোগ রয়েছে’ তা বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা- কাজী নাইফুল মজিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম সিরাজুল ইসলাম ও ল’ ডিপাটের্মন্টের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরাল হক। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্ট্যাডিজের ডিন প্রফেসর ড. জামান খানসহ ল’ ডিপাটের্মন্টের শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্য আলোচকরা আইন পেশার মহান ব্রতী ও আতর্পীড়িত অসহায় মানুষকে সহায়তার মাধ্যমে সমাজসেবার অফুরান সুযোগ তথা সম্মানসহ এই পেশায় আলোকিত ক্যারিয়ারের গুরুত্ব তুলে ধরে বলেন, আলোর নিচে যেমন অন্ধকারের সহাবস্থান, তেমনি সব পেশায়ই ভালো-মন্দের সহাবস্থান রয়েছে।