আলোর ফেরিওয়ালাদের গল্প

প্রকাশ | ১৪ মে ২০২২, ০০:০০

মো. মিজানুর রহমান
ক্ষুদ্র প্রচেষ্টা, সম্মিলিত প্রয়াস ও সমাজ পরিবর্তনের স্বপ্নীল ভাবনা। এই তিন চিন্তন-চেতনাকে প্রসারিত রূপদানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রাকিবুল হাসানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় লোটাস বাড চ্যারিটি ফোরাম। একঝাঁক স্বপ্ন সারথির ভবিষ্যৎমুখী কল্পনাশক্তির বাস্তব প্রয়াসের এই ফোরামটি স্বপ্ন দেখে ছাত্র-শিক্ষক, কিশোর-যুবক ও বিভিন্ন বয়সের শ্রেণি-ভেদাভেদহীন মানুষের মধ্যে সাহায্য-সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ মনন-মানসিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে আপামর সমাজব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের। যেখানে দারিদ্র্যের কষাঘাতমুক্ত সমাজ, কুসংস্কারের জিঞ্জির ছিন্ন করা সত্যের আলোয় উদ্ভাসিত জনসমষ্টিকে নিয়ে উদিত হবে রক্তিম সূর্যালোক। রঞ্জিত হবে এই নতুন দিগন্ত। তারই ধারাবাহিকতায় সুদীর্ঘ একযুগ ধরে তারা গ্রহণ করেছে নানাবিধ কার্যক্রম; সম্পন্ন করেছে বহুমুখী কর্মপ্রকল্প। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 'সামর্থ্য'নামক দারিদ্র্যবিমোচন প্রকল্প তাদের মধ্যে অন্যতম। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, গৃহপালিত পশু-পাখি পালন, কৃষির আধুনিক সরঞ্জামাদি প্রদানসহ নানামুখী কাজের ব্যবস্থা করে থাকেন তারা। এ ছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং, উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা, বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, জরুরি অক্সিজেন সরবরাহ, ট্যালেন্ট হান্ট এক্সামের পাশাপাশি ফোরামটির অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মহামূল্যবান রক্তের জোগান দিচ্ছে শতদল পাঠশালা এবং লোটাস-বাড বস্নাড এরেঞ্জ নেটওয়ার্ক। ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বর্তমান সভাপতি রিয়াদ হাসান বলেন, আমাদের ভিশন ২০২৯ সালের মধ্যে এ দেশের সুবিধাবঞ্চিত মানুষের চূড়ান্ত উত্তরণ। সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বের গুণাবলি সম্পন্ন সচেতন নাগরিক তৈরির পাশাপাশি যুগোপযোগী শিক্ষা প্রদান করে বর্তমান মেধাবীদের নিয়ে একটি বৈষম্যহীন, দারিদ্র্য ও কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ।