ডিআইইউতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশ | ১৪ মে ২০২২, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সামার-২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ১০ মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাহবুব-উল হক মজুমদার। এই অনুষ্ঠানে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ডক্টর সৈয়দ মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ১২ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি ২০০ জন অভিভাবকও অংশগ্রহণ করেন। আনন্দমুখর পরিবেশে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে বিচরণ করে। তাদের উলস্নাসে ড্যাফোডিল স্মার্ট সিটির গ্রিন ক্যাম্পাস যেন আলোড়িত হয় এক নতুন রঙে, নতুনত্বের স্বাদে। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে 'ফিডব্যাক অ্যান্ড উইন' নামক এক প্রতিযোগিতার আয়োজন করে স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সেই আয়োজনের পুরস্কার প্রদানও করা হয় এই অনুষ্ঠানে। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণেই সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে চমৎকার এক বৃষ্টিস্নাত সকালের আয়োজনের সমাপ্তি ঘটে।