বিবিএ ও এমবিএ কোর্সে সুপরিকল্পিতভাবে শিক্ষাদান

প্রকাশ | ০৪ জুন ২০২২, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
'যুগোপযোগী বিবিএ ও এমবিএ প্রোগ্রামের সিলেবাস প্রণয়ন এবং শিক্ষাদানের ফলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উন্নত শিক্ষালাভ করতে সক্ষম হচ্ছে। অধ্যাপক সেলিম ভূঁইয়া আরও বলেন, এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের প্রতিটি কর্মকান্ড পরিচালিত হচ্ছে সুপরিকল্পিত, সুশৃঙ্খল, তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে। এর ফলে শিক্ষার্থীরা চাকরি প্রতিযোগিতার বাজারে স্থান করে নিতে পারছে। তাই দেখা যায়, বিসিএস প্রশাসনসহ দেশে ও বিদেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা পুঁজিবাজার, রিয়েল এস্টেট ও মাল্টিন্যাশনাল কোম্পানিসহ ব্যবসায় বাণিজ্যে কর্মরত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা'। উলেস্নখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদযাত্রা শুরুর প্রথম দিকেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতিমান অধ্যাপক ও বহু গ্রন্থের প্রণেতা ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৮ হাজার। তারমধ্যে রয়েছে ৪ শতাধিক বিদেশি ছাত্রছাত্রী। দিবা শাখার জন্য কোর্স ফি ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। পাশাপাশি চাকরিজীবী এবং বিএমএ ডিপেস্নামা পাসকৃত শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন শিফট চালু রয়েছে। তাদেরও কোর্স ফি ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। ২ লাখ ৪৩ হাজার ৩০০ টাকা। ২ বছরের এমবিএর কোর্স ফি ৯৬ হাজার টাকা। ১ বছরের এমবিএর কোর্স ফি ৯১ হাজার টাকা। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী বলেন, ১৯৯৫ সালে 'জ্ঞানই শক্তি' সেস্নাগানকে সামনে রেখে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ সেস্নাগানের গুরুত্ব আজও তা বহন করে চলছে। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সন্নিকটে রয়েছে ৭টি হোস্টেল। তারমধ্যে ছেলেদের জন্য রয়েছে ৫টি এবং মেয়েদের জন্য রয়েছে ২টি হোস্টেল। এ ছাড়া নিকুঞ্জ জোয়ার সাহারায় ছেলেদের জন্য ১টি হোস্টেল রয়েছে। বৃত্তি : বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। বর্তমানে চার শতাধিক শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নরত। স্থায়ী ক্যাম্পাস : এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাতারকুলে স্থাপন করা হয়েছে। সেখানে সবুজে ঘেরা ও সুন্দর প্রাকৃতিক পরিবেশে ৩টি নান্দনিক ভবন রয়েছে। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে ১০ তলা বিশিষ্ট টাওয়ার। যোগাযোগ : ১। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, স্থায়ী ক্যাম্পাস, সাতারকুল, বাড্ডা, ঢাকা। মোবাইল : ০১৯৩৯৮৫১০৬০ ২। ৬৬, গ্রিনরোড, ঢাকা-১২০৫। মোবাইল : ০১৬১১৩৪৮৩৪৪-৮ ৩। বাড়ি-০৪,সড়ক-০১, বস্নক-এফ, বনানী, ঢাকা-১২১৩ মোবাইল : ০১৯৩৯৮৫১০৬১-৪, িি.িফরঁ.ধপ