সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শেকৃবির ভতির্ পরীক্ষার ফল প্রকাশ ক্যাম্পাস ডেস্ক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বষের্র ভতির্ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোডের্র মাধ্যমে ফলাফল জানা যাবে। ১০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভতির্ অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। মূল মেধা তালিকা থেকে ১৮ ও ১৯ ডিসেম্বর ভতির্ করা হবে। মেধাক্রম অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে ভতির্ করা হবে ২০ ডিসেম্বর । ক্লাস শুরু হবে ২ জানুয়ারি। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভতির্ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ৬২০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবষের্ আবেদন করেছে ৩৩ হাজার ৩০১ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৪ জন শিক্ষাথীর্ ভতির্যুদ্ধে অংশগ্রহণ করে। ভতির্ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িংধঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। রাবিতে বিশ্ব মানবাধিকার দিবস ক্যাম্পাস ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে আইন বিভাগ থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের গ্যালারি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. এম আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহসান কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিভাগের প্রফেসর ড. বেগম আসমা সিদ্দিকা, ড. আনিসুর রহমান, ড. সাইয়েদা আনজু, ড. আব্দুর রহীম মিয়া, ড. সাহাল উদ্দিন, বিভাগের মাস্টাসের্র শিক্ষাথীর্ মাহবুব উল ইসলাম, অরিন্দম বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম, চীনে উইঘুর সম্প্রদায়, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়া দিলেও মানবাধিকার রক্ষায় কাযর্কর কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউই। মানবাধিকার প্রসঙ্গটি দেশগুলোর সরকারের সাথে একপ্রকার জড়িত। যেখানেই সরকার কথাটি আসবে সেখানে মানবাধিকারের বিষয়ে সরকার সমালোচিত হবে। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের লেকচারার সালাউদ্দিন সাইমুম। এতে বিভাগের বিভিন্ন বষের্র শতাধিক শিক্ষাথীর্ অংশ নেন।