বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পবিপ্রবিতে কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক
  ০২ জুলাই ২০২২, ০০:০০

পটুয়াখালী বিজ্ঞান ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্র্রবি) নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ফর ডাইভার্সিফাইড ক্রপিং ইন বাংলাদেশ (নিউম্যান) শীর্ষক প্র্রকল্পের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পিআইডিসি অফিসের কনফারেন্স রুমে ২২ জুন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্র্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে সভাপ্রতিত্ব করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩০ জন সিনিয়র প্রফেসর অংশগ্রহণ করেন। কর্মশালায় নিউম্যান প্রকল্পের গবেষণা অগ্রগতি ও সার্বিক ফলাফল নিয়ে একটি পেপার উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার প্রফেসর ডক্টর রিচার্ড বেল, মার্ডক ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্পাদিত গবেষণা অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে