সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ জুলাই ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
সাত কলেজের ভর্তি আবেদন শুরু ম ক্যাম্পাস ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২৭ জুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬শ টাকা। এবারে সরকারি সাতটি কলেজে সর্বমোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাবির ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা ম ক্যাম্পাস ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ৪৪ ও ৪৫তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ২৬ জুন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর এ টি এম আতিকুর রহমান ও সহকারী অধ্যাপক ডক্টর পিংকি সাহা। এছাড়া অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা উলেস্নখ করেন। ৪৬তম আবর্তনের শিক্ষার্থী জিলস্নাল হোসাইন সৌরভ এর সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর এমরান জাহান, অধ্যাপক এ গোলাম রাব্বানি, অধ্যাপক ডক্টর আনিছা পারভীন, অধ্যাপক এ কে এম জসিম উদ্দীন, সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ ম ক্যাম্পাস ডেস্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারদের দ্বিতীয় ব্যাচের আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনে ২৭ জুন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। \হএই প্রশিক্ষণে ৮২ জন সেকশন অফিসার অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ ২১ দিনে ৬৬ ঘণ্টা সময়ব্যাপী চলবে। রাবিতে 'বাঙালির স্বতন্ত্র জাতিসত্তার উৎস সন্ধান' শীর্ষক বক্তৃতা ম ক্যাম্পাস ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'বাঙালির স্বতন্ত্র জাতিসত্তার উৎস সন্ধান' শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ২৭ জুন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ নাজিমুল হক। প্রদত্ত বক্তৃতা সম্পর্কে আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর হারুন-অর রশিদ ও বঙ্গবন্ধু চেয়ার সনৎকুমার সাহা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোলস্না মাহফুজ আল- হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরিবহণ দপ্তরের পরিচালক মেজবাহ্‌ উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. সাজেদুল হক, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আ. মালেক সরকার ও আইসিটি দপ্তরের সহকারী সিস্টেম অ্যানালিস্ট মো. হায়দার আলী।