সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ জুলাই ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
নোবিপ্রবিতে সমঝোতা স্মারক স্বাক্ষর ম ক্যাম্পাস ডেস্ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুলা উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের ৫ জুলাই এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নোবিপ্রবি উপাচার্য মহোদয়ের কার্যালয়ে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর শীর্ষক প্রকল্পের আওতায় এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অ:দা:) মোহাম্মদ জসীম উদ্দিন এবং তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ডক্টর মো. দিদার-উল-আলম। এ সময় তিনি বলেন, 'নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থীদের তুলা বিষয়ে শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হবে ওই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে'। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মো. হানিফ, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইআইএস পরিচালক ডক্টর ফিরোজ আহমেদ, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. আতিকুর রহমান ভূঞা, বিভাগীয় শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা। তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর সীমা কুন্ড, উপ-পরিচালক জনাব মো. জাফর আলী, এসএসও মো. কামরুল ইসলাম ও প্রকল্প পরিচালক ডক্টর মো. গোলাম মর্তুজাসহ অন্যান্য কর্মকর্তা। এই চুক্তিটি সম্পাদনের ফলে উভয় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম জোরদার ও বিনিময় এবং শিক্ষার্থীরা তুলা গবেষণায় সুযোগ পাবেন। এছাড়াও উপকূলীয় অঞ্চলে তুলা চাষের সম্প্রসারণে মাঠ পর্যায়ে গবেষণার যথেষ্ঠ সুযোগ হবে। ঢাবিতে ভার্চুয়াল সম্মেলন ম ক্যাম্পাস ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল সম্মেলন পস্ন্যাটফর্মে ৭ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে এসেক্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর নাইজেল সাউথ ও সরকার ওমর ফারুক এবং ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক স্যালি আটকিন্সন শেপার্ড উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমান এবং পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারা। সম্মেলনে দুটি গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি খন্দকার ফারজানা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।