ঢাকা কমাসর্ কলেজে বিজয় দিবস

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কমাসর্ কলেজ মিরপুরে তাদের সম্মেলন কক্ষে ১৭ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন-২০১৮ শীষর্ক এক বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্বণর্পদক প্রদান, সাংস্কৃতিক ও লোকজ খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, স্বেচ্ছায় রক্তদান ও বøাড গ্রæপিং কমর্সূচির আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রোটারিয়ান জামিল ডি আহ্সান, বীর প্রতীক, পিএসসি (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমাসর্ কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রশাসন প্রফেসর মো. শফিকুল ইসলাম, একাডেমিক উপদেষ্টা প্রফেসর মো. মোজাহার জামিল ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক এসএম আলী আজম। আলোচনা পবর্ শেষে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন পবের্র সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয় দিবস লোকজ খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ ছাড়া মুক্তিযোদ্ধা সম্মাননা হিসেবে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন কলেজের গভনির্ং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। এর আগে ১৬ ডিসেম্বর ২০১৮ ঢাকা কমাসর্ কলেজে লোকজ খেলাধুলা প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও বিজয় দিবস উদ্যাপন কমিটির আহŸায়ক এসএম আলী আজম। প্রতিযোগিতা পরিচালনা করেন ঢাকা কমাসর্ কলেজের শরীরচচার্ শিক্ষক ফয়েজ আহমেদ। হাডুডু, দঁাড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, মোরগ লড়াই ও দড়িলাফ প্রতিযোগিতায় কলেজের ছাত্রছাত্রীরা একক ও দলীয়ভাবে অংশগ্রহণ করে।