শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ

ম ক্যাম্পাস ডেস্ক
  ৩০ জুলাই ২০২২, ০০:০০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে 'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।' বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে ২৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ কর্মসূচির আয়োজন করা হয়। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তায় গিয়ে শেষ হয়। পরে গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্তকরণ করা হয়। এ ছাড়া জনসচেনতা বৃদ্ধির জন্য এফএমবি বিভাগের উদ্যোগে ব্যানারও টাঙানো হয়।র্ যালিপরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. ইকবাল কবীর জাহিদ, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মো. সিরাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডক্টর মঞ্জুরুল হক, সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা পাল, মো. হাবিবুর রহমান, পূজা বৈদ্য, সৈয়দা মাকসুদা ইয়াসমিন, মো. আল মামুন ফরিদ, অনুশ্রী বিশ্বাস, প্রভাষক ডক্টর শারমিন সুরাইয়া, কানিজ ফাতেমা, শারমিন নাহার, টেকিনিক্যাল অফিসার আবু তালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে