সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ | ১৩ আগস্ট ২০২২, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সামার সেমিস্টার-২০২২ এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে ১০ আগস্ট এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেসবাহউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম এ হাকিম নবাগত শিক্ষার্থীদের মাঝে অনুষদের বিভিন্ন্‌ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ডক্টর এ এন এম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।