সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
জাবিতে জাতীয় শোক দিবস পালিত ম ক্যাম্পাস ডেস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট উপাচার্য অধ্যাপক নুরুল আলমের নেতৃত্বে একটি শোক র?্যালি বের হয়। র?্যালিটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। এ সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেখানে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, পুরো আগস্ট মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, পুরাতন কলা ভবনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জবিতে আধুনিক গবেষণাগার উদ্বোধন ম ক্যাম্পাস ডেস্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে আধুনিক ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। অণুজীব বিজ্ঞান বিষয়ক উচ্চতর গবেষণা তরান্বিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অর্থায়নে এ এডভান্স মালিউকুলার বায়োলজি ল্যাবরেটরি (এমবিএল) স্থাপন করা হয়। গবেষণাগারটি ১৪ আগস্ট উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ইমদাদুল হক। এই অত্যাধুনিক গবেষণাগারটিতে রিয়েল টাইম পিসিআর, বায়োসেফটি কেবিনেটের (বিএসএল-২) সুবিধাসহ আরও অনেক আধুনিক যন্ত্রপাতি সংযোজিত করা হয়েছে। এছাড়াও গবেষণাগারটিতে ইমার্জিং /ইনফেকশন প্যাথোজেন ডিটেকশন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স (এএমআর), ওয়েস্ট-ওয়াটার মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি বিষয়ক গবেষণাগুলো করা সম্ভব হবে। এই বিশ্বমানের গবেষণাগারটি উচ্চশিক্ষার প্রসার ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করা হয়। চুয়েটের ইউআরপি বিভাগে বিদায় অনুষ্ঠান ম ক্যাম্পাস ডেস্ক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউআরপি বিভাগের সেমিনার কক্ষে ১৪ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মুহাম্মদ রাশিদুল হাসান। ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক এ টি এম শাহজাহানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৬তম ব্যাচের কোর্স কোর্ডিনেটর ও সহকারী অধ্যাপক সৌরভ দাশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন তানভীর মাহমুদ ও সম্রাট চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম মহোদয় সম্মানা স্মারক তুলে দেন। এছাড়াও বিভাগের বিদেশে উচ্চশিক্ষার্থে গমনকারী ৪ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। জাতীয় শোক দিবসে ডিআইইউ'র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ আলোচনা ও দোয়া ম ক্যাম্পাস ডেস্ক ১৫ আগস্ট সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সলর অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সলর অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহাসহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এরপর দুপুরে অত্র ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সলর অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সলর অধ্যাপক ডক্টর গণেশ চন্দ্র সাহা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আ. লতিফ মাসুম, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তারেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর এটিএম মাহবুবুর রহমান, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাসেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফজলুল হক পলাশসহ কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. খলিলুলস্নাহ।